লালমনিরহাটের কালীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের নিজ দলের ভেতরে দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ জন আহত হয়েছে। আহতরা হলেন, জাকির হোসেন ও তৌহিদ হাসান। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে উপজেলার কালীগঞ্জ বাজার এলাকায় এ সংঘর্ষ ঘটে। এতে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এ সময় বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা লালমনিরহাট – বুড়িমারী সড়ক অবরোধ করে বর্তমান সভাপতি হারুন উর রশিদ কে গ্রেফতারের দাবীতে শ্লোগান দেন।
এ ঘটনায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুজ্জামান আহমেদ নিজে বাদী হয়ে ছাত্রলীগ সভাপতি সহ সাত জনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। যাহার মামলা নং ১১। মামলার সাত আসামীদের মধ্যে দুজনের বিরুদ্ধে মাদকের মামলা চলমান রয়েছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি তদন্ত ফরহাদ মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।