মোঃ নয়ন
বাবা আমার শুয়ে আছে
ছোট্ট মাটির ঘরে,
তাইতো বাবা
তোমার কথা
শুধুই মনে পড়ে।
আনতো বাবা বাজার করে,
আমরা সবাই খেতাম,
পেটটা ভরে খেয়ে দিয়ে
কি যে মজা পেতাম।।
তুমি নেই, মজাও নেই
চলতে গিয়ে
হারিয়ে ফেলি খেই।
বাধন ছিড়ে চলে গেলে
বাবা দুর পরপারে
তুমি না থাকার ব্যাথা,
বুঝছি হাড়ে, হাড়ে।।
নামাজে বসে কাদি বাবা
শুধু তোমার জন্য
তুমি ছাড়া আমার
পৃথিবীটা একেবারে শুন্য।।
বাবা বিহীন এই পৃথিবীতে
আপন কেহ নাইরে,
আমি মরে গেলে বাবা
দেখা যেন হয় পরপারে।
যাদের বাবা আছে বেচে
করবেন সবাই সম্মান
আপনার কারনে বাবা
যেন হয়না অসম্মান।
সবার বাবার জন্য রইলো
অনেক, অনেক দোয়া
বাবা ছাড়া সবকিছু
যেনই ধোয়া,ধোয়া।
আমার বাবা জান্নাত বাসী হউন
বলি আমিন,আমিন
আমার দোয়া কবুল করিও
হে পরওয়ারদিগার রাব্বুল আল-আমীন।।