অবহেলিত প্রেম
সুশান্ত কুমার রায়
আমি তোমায় ভালোবাসি বলে–
আমায় ঠাঁই দিলে তোমার পদতলে।
এটাই কি ছিল আমার যোগ্য স্থান?
নাকি তোমায় ভালোবাসার অপমান?
দেখো,
আর দশটা ছেলের মাঝে,
আমাকে কি আর সাঁজে।
আমি তো একজন কবি
আর আমার কবিতার মধ্যে সমস্ত পৃথিবী।
তোমায় নিয়ে লিখে যাবো
স্মৃতিময় কাব্য।
তাতে আমার কিচ্ছু যায় আসবে না
এ সমাজ যতই করুক মন্তব্য।
আমি তো তোমার মধু পান করিনি,
একসঙ্গে যাপন করিনি যামিনী।
তবে তোমার প্রেমে কিসের এতো ভয়?
লোকের কথায় কি আসে যায়!
আমি তোমায় বিশুদ্ধ প্রেম দিয়েছি
আর তোমার প্রেমের একটু ভাগ চেয়েছি।
আমার দু-চোখের প্রেমের গভীরতায়
ভরে আছে ভালোবাসা আর মলিনতায়।
তুমি শুধু এক পলক তাকিয়ে দেখো
আর পাঁচিলের বাধা ভাঙ্গার স্বপ্ন আঁকো।
তুমি চাইলেই আসবে অষ্টমীর রাত,
খুলে যাবে সব বাধা বিবাদ।
আমি শুধু তোমাকেই ভালোবাসি
হে বালিকা,
তাই তোমার পদতলেও আমি খুশি।