বর্ণে বর্ণে মিলে বর্ণ সন্ধি,
মনে মনে মিলে মন সন্ধি,
জনে জনে মিলে জন সন্ধি,
শত্রু মিত্রে মিলে মিলন সন্ধি,
সমাজের চিত্র বিশ্ব মানচিত্র,
হয় যেন একাকার সর্বত্র
হৃদয়ের চিত্র আত্মা পবিত্র,
পবিত্রতাই আসল চিত্র।
পবিত্র আত্মা পবিত্র দেহ,
পরস্পর মিলনে স্বর্গীয় সৌহার্দ্য
সন্ধি আর সন্ধিৎসু মন,
সান্নিধ্যে সন্নিবেশিত সুন্দর জীবন ।