কুড়িগ্রামে সাবেক আওয়ামীলীগ নেতার কন্যার বিয়ের জন্য ১লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে কুড়িগ্রাম-৪ আসনের জাতীয় সংসদ সদস্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপির পক্ষ থেকে ১ লক্ষ টাকা প্রদান করা হয়। এসময় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট বাজারের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের প্রাক্তন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মৃত ডাঃ সন্তোষ কুমার সরকারের কনিষ্ট কন্যার বিয়ের জন্য তার স্ত্রী গায়ত্রী রাণীর হাতে ১ লক্ষ টাকা তুলে দেন উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম ও প্রতিমন্ত্রীর প্রতিনিধি সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম।