করোনা ভাইরাসে, সমগ্র বিশ্বের সাম্রাজ্য আজ প্রজাশুন্য,
জনশূন্যতায় ভুগছে এই পৃথিবী।
ধরিত্রীর সমস্ত মানুষ আজ গৃহবন্দি;
মৃত্যুর মিছিলে এই বিশ্ব আজ ক্লান্ত!
এই বিশ্ব ব্যাধিতে মনুষ্য কূল আজ ক্রন্দনরত;
সর্বদাই শোনা যায় মৃত্যুর জয়ধ্বনি।
লাশের পাহাড়ে আবৃত এই বিশ্বে-
উড়ছে শুধু মৃত্যুর ধ্বজা।
কাজ হারানো পরিযায়ী শ্রমিকদের
অশ্রু ত্যাগের সলিলে ভিজে গেছে এ-মেদিনী।
এই মারণমুখী ভাইরাস করেছে-
সমগ্র জননীর বক্ষ কোল শুন্য।
চারিদিক থেকে শোনা যায়
শুধু, অনাহার ও বেকারত্বের যন্ত্রনা!
নেই কোথাও একটু বাঁচার আলো;
সমগ্র সমাজ আবৃত কেবল বিষন্নতার আঁধারে।
কবি পরিচিতি:-
জয়দেব বেরা ভারতবর্ষের অন্তর্গত পশ্চিমবঙ্গের নামক রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার বৃন্দাবনপুর গ্রামে ১৯৯৭ সালে ১২ আগস্ট জন্মগ্রহণ করেন।
তিনি হলেন একজন তরুণ কবি ও সাহিত্যিক , লেখক এবং নবীণ শর্টফ্লিম অভিনেতা-গল্পকার-চিত্রনাট্যকার ও পরিচালক।